Recognised by BNMC & affiliated by University of Dhaka

Why HBH?

We prepare students for tomorrow fully empowering them with skills such as critical thinking, analytical abilities, creative imagination, new age life skills, problem solving techniques combined with emotional equanimity and spiritual anchoring. Through our rigorous training, we are going to develop versatile personalities among themselves to fit into every sphere of life. We provide universal and globally accepted training exposure. Our students would be employable anywhere in the world and ready for what it takes for globally relevant curriculum.

ছাত্র-ছাত্রীদের সাধারন নীতিমালাঃ

১। প্রশিক্ষণ চলাকালীন কোন ছাত্র/ছাত্রী অন্যত্র চাকুরি করতে পারবে না। অন্যত্র চাকুরী করা প্রমাণিত হলে স্টুডেন্টশীপ বাতিল বলে

   গণ্য করা হবে।

২। প্রশিক্ষণ কালে নার্সিং ছাড়া কোন শিক্ষা গ্রহণ করতে পারবে না।

৩। অধ্যক্ষের অনুমতি ব্যতীত ১ মাস ক্লাস অথবা ডিউটিতে তে অনুপস্থিত থাকলে সেই ছাত্র/ছাত্রী প্রশিক্ষণ থেকে বাতিল বলে গণ্য হবে।

৪। কোন ছাত্র/ছাত্রী নীতি বহির্ভূত কাজের জন্য ২য় বার সতর্কতা নোটিশ পাওয়ার সাথে সাথে অভিভাবকগণকে তলব করা হবে।

   প্রশিক্ষণ কেন্দ্রের নীতিমালাঃ

১। কারিকুলাম অনুযায়ী সকল ছাত্র/ছাত্রী ক্লাসে উপস্থিত থাকতে বাধ্য থাকবে।

২। ডিউটিতে এবং ক্লাসে অবশ্যই ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

৩। শিক্ষকগণের নির্দেশ অনুযায়ী ছাত্র / ছাত্রীরা গ্রুপ অনুসারে লেখাপড়া করবে ও নিয়মিত ক্লাসে পড়া শিখে আসবে। নির্দেশ   

   অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য থাকবে।

৪। ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট পূর্বেই ক্লাসে উপস্থিত থাকবে। পরপর ৩ দিন দেরিতে আসলে একদিনের অনুপস্থিতি বলে গণ্য হবে।

৫। ছাত্র/ছাত্রীর অভিভাবকগণ কলেজের নিয়ম অনুসারে সাক্ষাৎ করতে পারবেন।

আবাসিক নীতিমালাঃ

১। কোন ছাত্রীর সাক্ষাৎকারে আবাসিক কক্ষে যেতে পারবেনা। শুধু দর্শনার্থীদের কক্ষে ও বিকেল ৬:০০ পর্যন্ত দেখা করতে পারবেন।

২। ভিজিটিং কক্ষ ছাড়া কোন পুরুষ দর্শনার্থীর হোস্টেলের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩। হোস্টেল সুপারের অনুমতি ব্যতীত কোন ছাত্রী হোস্টেল ত্যাগ করতে পারবে না। শুধুমাত্র যেখানে যাওয়ার অনুমতি পাবে সেখানে

   যেতে পারবে। অন্য কোথাও গেলে তার ব্যাখ্যা দিতে হবে।

৪। বাহিরে যাওয়ার সময় হোস্টেল সুপারকে অবগত করে যথাযথ নিয়ম অনুসারে যেতে হবে।

৫। সকাল ৮ টার পূর্বে এবং বিকাল ৬ টার পর ক্লিনিক্যাল প্রাক্টিস ছাড়া হোস্টেলের বাইরে থাকতে পারবে না।

৬। হাসপাতাল ও হোস্টেলে অঅনুমোদিত ব্যক্তিদের সাথে কোন ছাত্রীর দেখা করা নিষেধ।

৭। অনুমতি প্রাপ্ত ব্যাক্তিবর্গ শুক্রবার ও ছুটির দিন সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সাক্ষাৎ করতে পারবেন।

৮। ছাত্রীরা অবশ্যই নিজেদের শয়ন কক্ষ, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।

৯। টয়লেটের কমোড এ কোন প্রকার ময়লা বা জিনিসপত্র যেমন সেনিটারি ন্যাপকিন, কাপড়, চুল ইত্যাদি ফেলা যাবে না।

১০। "প্রতি মুহূর্তে হোস্টেল ভিজিট হতে পারে" সেই জন্য প্রত্যেককেই তাদের নিজ নিজ স্থান পরিষ্কার রাখতে হবে।

 

১১। ইউনিফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১২। হোস্টেলের খাবারই খেতে হবে, কোন হিটার বা রান্না করার আলাদা চুলা ব্যবহার করা যাবে না।

১৩। ডাইনিং এর কোন খাবার রুমে নিয়ে যাওয়া যাবে না।

১৪। প্রতি মাসের প্রথম সপ্তাহে টিউশন ফি প্রদান করতে হবে।

১৫। হোস্টেল কক্ষে এক বিছানায় ২ জন ছাত্রী শয়ন করতে পারবেনা।

১৬। নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে, যদি কোন জিনিসপত্র হারিয়ে যায় তবে হোষ্টেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১৭। কারো সাথে ঝগড়া করা ও কোনভাবেই জোরে কথা বলা যাবে না। কোন সমস্যা হলে হোস্টেল সুপার কে অবগত করতে হবে।

১৮। হোস্টেলে এমন কোন কাজ করা যাবে না যা অন্যের জন্য অসুবিধার কারণ হয়।

১৯। রাত ১০ টার পরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ইমারজেন্সি প্রয়োজন হলে হোস্টেল সুপারের অনুমতি নিতে হবে।

২০। "ছাত্রীদের প্রতিটি কার্যকলাপ কর্তৃপক্ষের অবগতিতে থাকে" এটা সর্বদাই মনে রাখতে হবে।

২১। ফেসবুক সাবধানতার সহিত এবং সীমিতভাবে ব্যবহার করতে হবে।

২২। কোনরকম সংগঠনের সাথে জড়িত থাকা,রাজনীতিতে জড়িত বা আলাপ আলোচনা করা যাবে না,কারণ মেডিকেল প্রফেশন সম্পূর্ন রাজনীতি    মুক্ত।

২৩। দলবেঁধে কোন দাবি পেশ করা যাবে না।

ছুটির নিয়মাবলী

১। সকল ছাত্র/ছাত্রী কারিকুলাম অনুযায়ী ছুটি ভোগ করতে পারবে।

২। বিনা অনুমতিতে কোন ছুটি ভোগ করলে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে।

অসুস্থতার ছুটি

১। যদি কোনো ছাত্র/ছাত্রী অসুস্থ হয় তাহলে সকাল ৮:৩০ মিনিট এর মধ্যে অবশ্যই অধ্যক্ষার কার্যালয়ে অবগত করতে হবে।

২। যদি কেউ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তাহলে হোস্টেল সুপার কে জানাতে হবে। সুস্থ হওয়ার পরে অবশ্যই     

   অধ্যক্ষার কার্যালয়ে অবগত করতে হবে।

৩। কেবলমাত্র অসুস্থতার জন্য ৭ দিন ছুটি কাটাতে পারবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র এর মাধ্যমে অসুস্থতার ছুটি মঞ্জুর করা হবে।

হাসপাতালের নিয়মাবলী

১। ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ছাত্র-ছাত্রীরা নির্ধারিত ওয়ার্ড ছাড়া বিনা অনুমতিতে অন্য কোথাও যেতে পারবেনা।

২। কর্তব্যরত অবস্থায় কোন বড় ধরনের সমস্যা বা অভিযোগ থাকলে শিক্ষককে অবহিত করতে হবে।